বিশালগড়ে নাবালিকাকে ঘিরে উত্তেজনা, ধর্মীয় পরিচয় গোপনের অভিযোগে আক্রান্ত আত্মীয়রা

আগরতলা, ১৭ জানুয়ারি: বিশালগড়ের উত্তর রাউৎখলায় এক নাবালিকাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, উত্তর রাউৎখলার বাসিন্দা আতিকুল ইসলামের ক্রিকেটার পুত্র মোবারক ইসলাম ওরফে রাকিব নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে এক হিন্দু নাবালিকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।

নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে নাবালিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং পরে তার সঙ্গে অসদাচরণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে নাবালিকার কাকা কয়েকজনকে সঙ্গে নিয়ে উত্তর রাউৎখলায় অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলতে যান।

অভিযোগ, সেই সময় মোবারক ইসলাম ওরফে রাকিব দলবল নিয়ে নাবালিকার কাকা ও তাঁর সঙ্গে থাকা বন্ধুর উপর হামলা চালায়। হামলায় দু’জন গুরুতরভাবে আহত হন এবং তাঁদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর রাতেই নাবালিকার বাবা বিশালগড় থানায় অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগকারীদের দাবি, ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্ত মোবারক ইসলাম ওরফে রাকিব সহ কাউকেই গ্রেফতার করা হয়নি। এমনকি রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ যথাযথ তদন্তও শুরু করেনি বলে অভিযোগ উঠেছে।

যদিও এই অভিযোগগুলির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর এলাকাবাসীর।

Leave a Reply