শ্রম ভবন প্রাঙ্গনে বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জানুয়ারি: আগরতলাস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে শনিবার বেসরকারি সংস্থায় নিয়োগের লক্ষ্যে এক জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদে মোট ৪৮টি শূন্য পদ পূরণ করার উদ্দেশ্যে এই জব ফেয়ারের আয়োজন করা হয়।

ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মূলত ত্রিপুরার বিভিন্ন বেসরকারি সংস্থায় নিয়োগের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জব ফেয়ারে মাধ্যমিক পাশ থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত বিভিন্ন যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেন। চাকরিপ্রার্থীদের জন্য একাধিক পদে সরাসরি সাক্ষাৎকার ও প্রাথমিক বাছাইয়ের সুযোগ রাখা হয়।

এ বিষয়ে দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান, রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply