স্টাইপেন্ডের দাবিতে ওবিসি দপ্তরে বিক্ষোভ প্রদর্শন কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীদের

আগরতলা, ১৫ জানুয়ারি: দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড না পাওয়ার অভিযোগে ওবিসি দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীরা। আজ বিক্ষোভকারী পড়ুয়ারা দপ্তরের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বহুদিন ধরে স্টাইপেন্ড প্রদানের বিষয়ে দপ্তর একের পর এক তালবাহানা করে চলেছে। একাধিকবার দপ্তরের দ্বারস্থ হলেও কোনও নির্দিষ্ট সময়সীমা বা সন্তোষজনক উত্তর মেলেনি। এতে পড়াশোনার খরচ চালানো নিয়ে তারা চরম সমস্যার মুখে পড়েছেন।

বিক্ষোভকারীরা জানান, আজকের মধ্যেই স্টাইপেন্ড সংক্রান্ত সমস্যার সুরাহা করতে হবে। অন্যথায় তারা আগামী দিনগুলোতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এদিন বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দপ্তর চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়।

Leave a Reply