ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির ফোন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেয়েদ আব্বাস আরাঘচি বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, “ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেয়েদ আব্বাস আরাঘচির কাছ থেকে ফোন পেয়েছি। ইরান ও তার আশপাশের অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি।”

এদিকে, একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন যে ইজরায়েল ইরানের পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলছে এবং এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে টেনে আনছে। নিজের সরকারি এক্স হ্যান্ডলে আরাঘচি লেখেন, কিন্তু আশ্চর্যের বিষয়, এইবার তারা গোপন কথাটাই প্রকাশ্যে বলে ফেলেছে।

তিনি আরও লেখেন, আমাদের রাস্তায় যখন রক্ত ঝরছে, তখন ইজরায়েল প্রকাশ্যেই গর্ব করছে যে তারা ‘সশস্ত্র বিক্ষোভকারীদের জীবন্ত অস্ত্র দিয়েছে’ এবং বলছে, ‘এই কারণেই শত শত মানুষ নিহত হয়েছে’। পোস্টে তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানেন, এই হত্যাকাণ্ড থামাতে কোথায় এবং কীভাবে পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply