আগামীকাল রাজ্য সফরে আসছেন হিমন্ত বিশ্বশর্মা, পূজো দেবেনত্রিপুরেশ্বরী মন্দির-এ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি:
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজ্য সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সফরের শুরুতেই তিনি রাজ্যের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দির-এ পূজার্চনা করবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, আগামীকাল বিকেল প্রায় ৪টা নাগাদ বিশেষ বিমানে তিনি আসাম থেকে ত্রিপুরায় পৌঁছাবেন। এমবিবি বিমানবন্দর-এ নামার পর সেখান থেকে তিনি সরাসরি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। মন্দিরে পূজার্চনা শেষে তিনি আবার আগরতলার পথে রওনা হবেন।

সন্ধ্যায় আগরতলা পৌঁছে ওই রাত তিনি আগরতলাতেই অবস্থান করবেন। সূত্রের খবর, আগামীকাল সন্ধ্যায় তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ ভারতীয় জনতা পার্টি-র শীর্ষস্থানীয় রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তিপ্রা মথা-র নেতৃত্বদেরও বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী পরদিন অর্থাৎ ১৬ জানুয়ারি সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ তিনি ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং প্রশাসনিক স্তরেও জোর প্রস্তুতি। বর্তমান সময়ে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক ও শরিক দলের অভ্যন্তরে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে আসামের মুখ্যমন্ত্রীর এই সফল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।

Leave a Reply