বিকানের, ১৪ জানুয়ারি : স্কুল যাওয়ার পথে রাজস্থানের বিকানের জেলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। ধৃতদের নাম আইনজীবী (২৩) ও হংসরাজ (২৮)।
পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। নির্যাতিতা কিশোরী যখন পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল, তখন ওই দুই অভিযুক্ত গাড়ি নিয়ে তার পথ আটকায় এবং তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। অভিযুক্তরা পূর্বপরিচিত হওয়ায় ওই ছাত্রীটি গাড়িতে উঠতে রাজি হয়ে যায়।
অভিযোগ, গাড়িতে ওঠার পরেই তারা কিশোরীকে অপহরণ করে এবং চলন্ত গাড়ির ভেতরেই পালা করে গণধর্ষণ চালায়। প্রায় ৯০ মিনিট ধরে বিকানের সংলগ্ন বিভিন্ন এলাকায় গাড়িটি ঘোরাতে থাকে তারা।
একটি প্রতিবেশী গ্রামের বাসিন্দারা লক্ষ্য করেন যে গাড়িটি অস্বাভাবিকভাবে এদিক-সেদিক ঘুরছে। সন্দেহ হওয়ায় তারা গাড়িটি আটকালে ঘাবড়ে গিয়ে গাড়ি ও কিশোরীকে ফেলে রেখেই চম্পট দেয় দুই অভিযুক্ত।
প্রাথমিক অবস্থায় প্রাণনাশের হুমকির ভয়ে কিশোরীটি কাউকে কিছু জানায়নি। তবে গত ১১ জানুয়ারি পরিবারের সদস্যদের ক্রমাগত জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে সে এবং পুরো ঘটনার কথা জানায়। এর পরপরই নাপাসার থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
গঙ্গাশহর এলাকার সার্কেল অফিসার হিমাংশু শর্মার নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। শুরু হয় ভিনরাজ্যে তল্লাশি অভিযান। অবশেষে গুজরাটের গান্ধীনগর থেকে বাস পালানোর সময় ধরা পড়ে অভিযুক্ত আইনজীবী। অন্যদিকে, হংসরাজকে বিকানের জেলা থেকেই গ্রেফতার করা হয়। তদন্তকারী কর্মকর্তা হিমাংশু শর্মা জানান, “উভয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা দ্রুত একটি শক্তিশালী চার্জশিট দাখিল করার জন্য যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। ব্যবহৃত গাড়িটিও ফরেনসিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, বুধবারই অভিযুক্তদের আদালতে পেশ করা হবে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। নির্যাতিতার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

