আগরতলা, ১৩ জানুয়ারি: কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত পিওএসএইচ আইন বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনাচক্র আজ সকাল ১১টায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য পরিসরে সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা করেন ধর্মশাস্ত্র বিভাগের অধ্যাপিকা ড. ইতিশ্রী মহাপাত্র, যিনি স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনাচক্রে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার ইকফাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপিকা ড. অনিন্দিতা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একলব্য পরিসরের নির্দেশক অধ্যাপক মখলেশ কুমার।
অনুষ্ঠানে পরিসরের শিক্ষার্থী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মূল বক্তৃতায় ড. অনিন্দিতা চৌধুরী PoSH আইনের বিধান, উদ্দেশ্য ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনক কর্মক্ষেত্র এবং শিক্ষাগত পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভাপতির ভাষণে অধ্যাপক মখলেশ কুমার লিঙ্গ সংবেদনশীলতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং পিওএসএইচ আইনের আওতায় সকলকে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে কম্পিউটার বিভাগের অধ্যাপিকা শ্রীমতী পারভীন দেববর্মা ধন্যবাদ জ্ঞাপন করেন।

