আগরতলা, ১২ জানুয়ারি: প্রতিবছরের মতো এ বছরও ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করল ডিওয়াইএফআই। সোমবার ছাত্র যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ–এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের যুব নেতৃত্ব।
অনুষ্ঠানে বক্তারা স্বামী বিবেকানন্দের দর্শন ও শিক্ষার নানা দিক তুলে ধরেন। আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবশক্তিকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে কাজে লাগিয়েই যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করার লক্ষ্যেই জাতীয় যুব দিবস পালিত হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের বাণী ও ভাবধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অভিযোগ করেন, আজ গোটা দেশে বিভেদের রাজনীতি চলছে। স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পতাকা নিয়ে ত্যাগ ও শান্তির বার্তা দিয়েছিলেন, সেই গেরুয়া পতাকাকেই রাজ্য ও দেশজুড়ে বিভেদের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে স্বামী বিবেকানন্দের মানবসেবার বার্তা ও দর্শনকে পাথেয় করে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান নবারুণ দেব।

