আগরতলা, ১১ জানুয়ারি: উত্তর ত্রিপুরার মিজোরাম সীমান্ত সংলগ্ন দামছড়া এলাকার খাহামথাই পাড়ায় অবস্থিত রিয়াং ব্রু পুনর্বাসন গ্রামে রবিবার দুপুরে পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিক। দীর্ঘদিন ধরে অবহেলিত এই পুনর্বাসন গ্রামের মানুষের জীবনযাত্রা ও সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতেই এদিনের এই পরিদর্শন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২১ বছর ধরে আর্থ-সামাজিক নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন এই গ্রামে বসবাসকারী রিয়াং ব্রু শরণার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক মৌলিক অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন তাঁরা। সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার কারণে প্রশাসনিক পরিষেবার আলো পৌঁছয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা গ্রামবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত রিয়াং ব্রু সম্প্রদায়ের মানুষজন তাঁদের দৈনন্দিন জীবনযাপনের সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন। পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার ঘাটতি, শিক্ষার সুযোগের অভাব এবং স্থায়ী কর্মসংস্থানের সমস্যা বিশেষভাবে উঠে আসে আলোচনায়।
মন্ত্রী মনোযোগ সহকারে গ্রামবাসীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন, যাতে এই পুনর্বাসন গ্রামে বসবাসকারী মানুষদের মৌলিক চাহিদা পূরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি আশ্বাস দেন, বর্তমান বিজেপি সরকারের প্রশাসনিক ব্যবস্থায় রিয়াং ব্রু সম্প্রদায়ের আর্থ-সামাজিক মানোন্নয়নে কোনওরকম ঘাটতি রাখা হবে না।প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি প্রকল্পগুলির সুফল প্রত্যন্ত এই গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। দীর্ঘদিনের বঞ্চনার পর প্রশাসনের এই সক্রিয় ভূমিকা নতুন করে আশার আলো দেখাচ্ছে খাহামথাই পাড়ার রিয়াং ব্রু পুনর্বাসন গ্রামের মানুষের চোখে।

