উনকোটি জেলার অশান্তি নিয়ে বিরোধীদের সাম্প্রদায়িক উস্কানি না দেওয়ার আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১১ জানুয়ারি: উনকোটি জেলায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় বিরোধী দলগুলিকে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তিনি অভিযোগ করেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পরেও বিভিন্নভাবে চাঁদা সংগ্রহ ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনার পর কংগ্রেস ও সিপিআইএমের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তাকে “মিথ্যা গুজব” বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এ ধরনের গুজব না ছড়িয়ে প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখার জন্য বিরোধীদের আহ্বান জানানো হচ্ছে।

এদিন মন্ত্রী সুধাংশু দাস কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস দল হিন্দু বিরোধী এবং সনাতন ধর্মের বিরোধিতার রাজনীতি করে আসছে।  তাঁর দাবি, কংগ্রেস শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করে, যেখানে ভারতীয় জনতা পার্টি ভোটব্যাঙ্কের হিসাব করে না।

মন্ত্রী সুধাংশু দাস জানান, এই ঘটনার মূল কারণ চাঁদা সংক্রান্ত নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি বাইকের সঙ্গে কাঠ বোঝাই একটি লরির ধাক্কা লাগে। এরপর কাঠগুলি চোরাই কি না, সেই প্রশ্ন তোলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে মসব্বীর আলী নামে এক ব্যক্তি এসে দাবি করেন যে কাঠগুলি তাঁর। এর জেরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

মন্ত্রী জানান, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর মসব্বীর আলীর পাড়ার কিছু লোক এসে স্থানীয় তিনজনের উপর হামলা চালায়। এরপর ঘটনাটি বৃহৎ আকার ধারণ করে। এই সময় কে বা কারা একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিতভাবে ঢিল ছোড়ে, যা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও মন্ত্রী জানান, ঘটনার সময় মসব্বীর আলীর একটি দোকান আংশিকভাবে পুড়ে যায় এবং দুটি ঘরে আগুন লাগানো হয়। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে তিনি জানান। গোটা এলাকায় এখন স্বাভাবিক পরিবেশ রয়েছে। তাই বিরোধীদের কোনো ধরনের উস্কানি ছড়ানো থেকে বিরত থাকতে বলেন মন্ত্রী।

Leave a Reply