আগরতলা, ১০ জানুয়ারি : ২৬’শের ভোটে বঙ্গ তৃণমূলকে বিসর্জন দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন বঙ্গবাসী। পশ্চিমবঙ্গে গুন্ডামি করে নির্বাচন জয়ী সম্ভব নয়। আজ বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব।
সভায় বিপ্লব কুমার দেব বলেন, বঙ্গের মানুষ তৃণমূলের রাজনীতি থেকে মুক্তি পেতে চায়। বিজেপি সরকার জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। আগামী নির্বাচনে তৃণমূলকে জনমঞ্চে পরাজিত করা হবে। এদিন তিনি নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাঁর অভিযোগ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সব দিয়েছেন, কিন্তু তিনি বিনিময়ে বাংলাকে অনুপ্রবেশকারী দিয়েছেন।
এদিন তিনি আরও বলেন, মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুক্তি চায়। কিন্তু বাংলার মানুষকে তৃণমূল সরকারকে উৎখাত করতে লড়াই করতে হবে। তারপরই বাংলার মানুষ ভয়মুক্ত জীবন কাটাতে পারবেন। তাই বিজেপি গঠনতন্ত্র শৃঙ্খলা মেনে রাজ্যের প্রতিটি জেলা, মণ্ডল ও ব্লকে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে।

