আগরতলা, ৯ জানুয়ারি: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ডিজিপি যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ভুল তথ্য না ছড়ানোর আবেদন করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন তিনি।
সংবাদিক সম্মেলনে তিনি বলেন, গতকাল ডিজিপি রাজ্যের অপরাধ সহ দুর্ঘটনা ও অন্যান্য আইন শৃঙ্খলার বিষয়ে যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুল। রাজ্যে দিনদুপুরে হামলা সংঘটিত হচ্ছে, পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, মানুষের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। হামলা করা হচ্ছে বিরোধীদের। নারী নির্যাতনের ঘটনা প্রায়শই শিরোনামে থাকছে। এছাড়াও দুর্ঘটনার খবরও প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসছে। এমতাবস্থায় ডিজিপি বলছেন অপরাধ গতবছরের তুলনায় ৮.৩ শতাংশ কমেছে। এই তথ্য সম্পূর্ণ ভুল।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এদিন একাধিক মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর তথ্য জেনে কথা বলা প্রয়োজন। তিনি ইতিহাস না জেনে কথা বলেন। এছাড়াও ভিবি – জি রাম জি আইনের বিরুদ্ধে বামেরা আন্দোলনে নামবে বলেও জানান তিনি।
বিরোধী দলনেতা বলেন, স্বাধীনতার পর মন রেগা শ্রমিকদের জন্য অন্যতম একটি কাজের সুযোগ ছিল। ১০০ দিনের কাজের গ্যারান্টি ছিল এই মন রেগাতে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার মনরেগার বিরোধিতা প্রথম থেকেই করে আসছে। ত্রিপুরাতেও দেবতুল্য কার্যকর্তাদের দ্বারা এই মন রেগার ব্যাঘাত ঘটিয়ে গ্রামীণ অর্থনীতির পিছিয়েছে শাসক দল বিজেপি, এমনটাই অভিযোগ তোলেন তিনি। তার দাবি, নতুন আইনের মাধ্যমে নাকি ১০০ দিনের কাজ বৃদ্ধি করে ১২৫ দিন করা হবে। এই প্রতিশ্রুতি সরকারের সম্পূর্ণ ভুয়া। সরকার আগের প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। তাই এর প্রতিবাদে আগামী দিন প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্টের সমস্ত সংগঠনগুলি।
————

