ধর্মনগর, ৯ জানুয়ারি: ধর্মনগরে ব্লুডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় প্রসেনজিত সরকার মৃত্যু মামলায় পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করেছে আদালত। তদন্তকারী অফিসারের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে আদালত মামলায় আত্মহত্যায় প্ররোচনার ধারা সংযোজনের নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে আদালত অভিযুক্ত পাঁচজনকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রসেনজিত সরকারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তদন্ত চলাকালীন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসায় তদন্তকারী সংস্থা মামলার ধারায় পরিবর্তনের আবেদন জানায়। আদালত সেই আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট নির্দেশ জারি করেছে।

