গ্যাংটক,৭ জানুয়ারি : পাহাড়ের মেয়ের মুকুটে সাফল্যের নতুন পালক। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হতে চলা দেশের অন্যতম বৃহৎ জাতীয় মঞ্চ ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়ালগ’-এ সঞ্চালকের ভূমিকা পালনের জন্য নির্বাচিত হলেন সিকিমের স্তুতি প্রধান। আগামী ৯ থেকে ১২ জানুয়ারি এই বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কইয়ং জেলার রংপো এলাকার বাসিন্দা স্তুতি পেশায় একজন আইনের ছাত্রী। নিজের বাগ্মিতা এবং নেতৃত্বদানের ক্ষমতার জোরেই তিনি আজ এই অনন্য সম্মানের অধিকারী। এর আগে রাজ্য স্তরের ‘বিকশিত ভারত যুব সংসদ’ প্রতিযোগিতায় তিনি শীর্ষস্থান অধিকার করেছিলেন। এরপর দিল্লির সেন্ট্রাল হলে আয়োজিত জাতীয় স্তরের অধিবেশনেও সিকিমের প্রতিনিধিত্ব করে সকলের নজর কেড়েছিলেন স্তুতি।
আগামী এই কর্মসূচিতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। সারা দেশ থেকে আগত তরুণ প্রতিভারা ভারতের ভবিষ্যৎ রূপরেখা ও উন্নয়নের নানা দিক নিয়ে সেখানে আলোচনা করবেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীনে এবং গ্যাংটকের ‘মাই ভারত’ কেন্দ্রের সহায়তায় এই সংলাপ আয়োজিত হচ্ছে।
স্তুতির এই সাফল্যে খুশির হাওয়া সিকিম জুড়ে। সিকিমের মতো একটি পাহাড়ি রাজ্যের কণ্ঠস্বর যখন দেশের প্রধানতম জাতীয় মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পায়, তা গোটা রাজ্যের তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

