আগরতলা, ৭ জানুয়ারি – আসাম রাইফেলস এবং আয়কর গোয়েন্দা সংস্থা (ডিআরআই) যৌথভাবে শান্তিপাড়া ও ধলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বড় পরিমাণ সোনার বিস্কুট এবং নগদ অর্থ জব্দ করেছে।
অভিযানকালে প্রায় ১৪ কেজি সোনার বিস্কুট, যার মূল্য প্রায় ১৯ কোটি টাকা, এবং ভারতীয় মুদ্রা প্রায় ২.৮৭ কোটি টাকা উদ্ধার করা হয়। সফল এই জব্দ অভিযানটি আসাম রাইফেলসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্পন্ন হয়।উদ্ধার করা স্বর্ণ ও নগদ পরে আরও তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার জন্য ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযান আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে আসাম রাইফেলস ও অন্যান্য সহযোগী সংস্থার নিয়মিত সতর্কতা এবং সমন্বিত প্রচেষ্টার একটি প্রতিফলন।

