আগরতলা, ৭ জানুয়ারি: আজ সকালে পিস্তল সহ সৌমেন শীল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুরান রাজবাড়ী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুরান রাজবাড়ী থানার সামনে নিয়মিত চেকিং চলাকালে একটি মোটরসাইকেলকে থামানো হয়। এ সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে যুবকটির দেহ তল্লাশি করা হলে তার কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।আটক সৌমেন শীল মোটরসাইকেল করে গাবতলী থেকে বরপাথীরের দিকে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

