আগরতলা, ৭ জানুয়ারি: প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্য বিধানসভার লবিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। বিধানসভার লবিতে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রয়াত অধ্যক্ষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার অন্যান্য সদস্য ও আধিকারিকরা। সভায় উপস্থিত সকলে প্রয়াত বিশ্ববন্ধু সেনের কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং রাজ্য বিধানসভার প্রতি তাঁর
অবদানের কথা স্মরণ করেন।
প্রয়াত অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

