আগরতলা, ২ জানুয়ারি: মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম ও পরিচয় মুছে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের অভিযোগ, গান্ধীজীর নাম ও আদর্শকে আড়াল করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন গান্ধীজীর উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করছে, তেমনি অন্যদিকে শ্রমিকদের অধিকারেও আঘাত হানছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মনরেগা প্রকল্পটি গ্রামীণ দরিদ্র ও অসংগঠিত শ্রমিকদের জন্য কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম ও দর্শন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু বর্তমান সরকার পরিকল্পিতভাবে সেই পরিচয় মুছে দিয়ে শ্রমিকস্বার্থবিরোধী নীতি গ্রহণ করছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
এদিন সংগঠনের কর্মসূচি অনুযায়ী সার্কিট হাউস পর্যন্ত মিছিল করে গিয়ে প্রতিবাদ জানানোর কথা ছিল। তবে পথে বুদ্ধমন্দির এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। পুলিশের বাধার মুখে সার্কিট হাউসে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিক্ষোভকারীরা বুদ্ধমন্দির এলাকাতেই অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে মনরেগা সংক্রান্ত বিলের কপি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। সংগঠনের নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং গান্ধীজীর আদর্শকে সম্মান জানাতে তাদের এই আন্দোলন। আগামী দিনেও এই দাবি নিয়ে আন্দোলন চলবে বলে তারা জানান। পুলিশের তরফে, পরিস্থিতি মোকাবেলায় মিছিলটিকে নির্দিষ্ট স্থানে আটকে দেওয়া হয়।

