এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ তরুণ বিজয়

আগরতলা, ২ জানুয়ারি: দেরাদুনে খুন হওয়া রাজ্যের এমবিএ পড়ুয়া ছাত্র এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। গতকাল তিনি রাজ্যে এসে পৌঁছান। আজ এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি।

পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ বিজয় বলেন, শুধুমাত্র দুঃখ ভাগ করে নিতেই তিনি উত্তরাখণ্ড থেকে এখানে এসেছেন। তাঁর বক্তব্য, এই দুঃখ যেমন ত্রিপুরার, তেমনি উত্তরাখণ্ডেরও। দেরাদুনে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় সেখানকার সাধারণ মানুষও গভীরভাবে মর্মাহত।

তিনি আরও বলেন, ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এঞ্জেল চাকমার মর্মান্তিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে সরব হওয়ার পাশাপাশি এই ঘটনার প্রতিক্রিয়া পড়েছে জাতীয় স্তরেও।

Leave a Reply