খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য দুই পরিবার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩১ ডিসেম্বর : জাতীয় সড়ক সম্প্রসারণের জেরে চরম দুর্ভোগে পড়েছেন দুটি অসহায় পরিবার। করবুক মহকুমার অন্তর্গত ছিলাছড়ি ব্লকের আইলমারা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন ভেঙে পড়েছে তাদের বসতবাড়ি। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন ওই পরিবার দুটি।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সদস্য সাথই মগ ও সালং মগ। বাড়িঘর সম্পূর্ণ ভেঙে যাওয়ায় তারা রাস্তার পাশেই নিজেদের সামান্য আসবাবপত্র রেখে অস্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই রান্নাবান্না করে, খাওয়া-দাওয়া সেরে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে শিশু ও বৃদ্ধ সদস্যদের নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারগুলির।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে প্রশ্ন উঠছে, জাতীয় সড়ক সম্প্রসারণের মতো বড় প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে প্রশাসনের দায়িত্ব কি আদৌ যথাযথভাবে পালন করা হচ্ছে?

Leave a Reply