কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করার দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন যুব মোর্চার

কৈলাসহর, ৩০ ডিসেম্বর: এবার খোদ শাসক দলের যুব সংঘটনের পক্ষ থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ করার জন্য জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে যুব মোর্চার প্রতিনিধিরা। ডেপুটেশন প্রদান করার ফলে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে আমদানি রপ্তানিতে তীব্র আতংক বিরাজ করছে। যেকোনো মুহুর্তে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকা রয়েছে বলে শহরবাসীর অভিমত।

উল্লেখ্য, ইদানীংকালে বাংলাদেশে দীপু দাস নামে এক সনাতনী হিন্দু নাগরিককে হত্যা করার প্রতিবাদে চলতি মাসের ২৪ ডিসেম্বর বুধবার বিকেলে কৈলাসহর শহরে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হবার পর হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে কৈলাসহর শহরের আর.কে.আই স্কুলের মাঠের পাশে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাংগনে বাঁশের বেরিকেড বসিয়ে দেওয়া হয়েছিলো অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে। কিন্তু পরবর্তী সময়ে রাতের অন্ধকারে কে বা কাহারা বাঁশের বেরিকেড ভেঙ্গে দেয়।

দ্বিতীয়বার ফের হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে বাঁশের বেরিকেড বসিয়ে দেওয়া হয়েছিলো। কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ বাঁশের বেরিকেড তোলে দিয়ে আমদানি রপ্তানি করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিলো। এবার সরাসরি মাঠে নামলো শাসক দলের যুব সংঘটন। যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধরের নেতৃত্বে যুব মোর্চার দলীয় কর্মী সমর্থকরা ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করেছে।

জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট যে পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশন দিয়েছেন তারা হলেন যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর, যুব মোর্চার চন্ডীপুর মন্ডলের সভাপতি বাবলু দেব, যুবনেতা অজয় ধর, ইমরান আলী, ফুজাইল আলী। ডেপুটেশন শেষে অরুপ ধর জানান যে, বাংলাদেশের মৌলবাদীরা একের পর এক হিন্দুদের হত্যা করে ভারতকে গালিগালাজ করবে আর উল্টো দিকে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি করা হবে এটা কোনো ভাবেই মানা যায় না। তাই আমদানি রপ্তানি অবিলম্বে বন্ধ করার জন্য লিখিত ভাবে যুব মোর্চার পক্ষ থেকে জেলাশাসক ডক্টর তমাল মজুমদারকে জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসন যদি আমদানি রপ্তানি বন্ধ না করে তাহলে যুব মোর্চার পক্ষ থেকে গোটা কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করা হবে। এমনকি রাস্তা অবরোধ, জেলাশাসক অফিস ঘেরাও ইত্যাদি কর্মসূচী করা হবে বলেও হুশিয়ারি দেন অরুপ ধর। এই আন্দোলনের ফলে কৈলাসহরে আইন শৃঙ্খলার অবনতি হলে এরজন্য দায়ী থাকবে প্রশাসন বলেও জানান যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়। কেননা, প্রশাসন যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ না করে তাহলে আমদানি রপ্তানি নিয়ে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র অরাজকতা তৈরি হবে এটা একেবারেই নিশ্চিত ভাবে বলা যায়। অন্যদিকে, কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাংগনের যে জায়গায় আমদানি রপ্তানি করা হয় সেই জায়গায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত করে রাখা হয়েছে।

Leave a Reply