রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট চোরের দল

আগরতলা, ৩০ ডিসেম্বর : উত্তর ত্রিপুরার কদমতলা থানার অতি সন্নিকটে অবস্থিত সরসপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকায় ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এল। সোমবার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা মনিশ দেবনাথ-এর বাড়িতে হানা দেয় চোরের একটি সংঘবদ্ধ দল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে মনিশ দেবনাথের স্ত্রী বাড়িতে না থাকায় বাড়িটি ফাঁকা ছিল। প্রতিদিনের মতো তিনি রাত আনুমানিক দশটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির বারান্দার গেটের তালা ভাঙা। সন্দেহ হওয়ায় দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করতেই তাঁর চোখে পড়ে ভয়াবহ দৃশ্য— পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারির লকার ভেঙে ফেলা হয়েছে।

পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায়, ঘরে রাখা নগদ প্রায় ৭০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চোরের দল নির্বিঘ্নে পালিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ফিরে যায়। তবে ঘটনার এত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে ক্ষুব্ধ গৃহস্থ মনিশ দেবনাথ অভিযোগ করে জানান, দুষ্কৃতীরা তাঁকে আগে থেকেই ফলো করছিল এবং পরিকল্পিতভাবেই দলের অন্য সদস্যরা এই চুরির ঘটনা সংঘটিত করেছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্তের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুধু তাই নয়, মনিশ দেবনাথ আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও এই এলাকায় একাধিক ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনারও সঠিক সমাধান করতে পারেনি কদমতলা থানার পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি ক্রমশ বাড়ছে।

ঘনঘন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি, রাতে নজরদারি জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Reply