নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ ডিসেম্বর: গত নভেম্বর মাসে বিশালগড়ে বিএসএফের একটি গাড়ির উপর হামলার ঘটনায় জড়িত আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতের নাম রবিউল হোসেন। তার বাড়ি বিশালগড় থানা এলাকার দুর্গানগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই রবিউল হোসেন পলাতক ছিল। গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
আজ ধৃতকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় এর আগেও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, এই হামলার ঘটনায় জড়িত আরও কয়েকজনের সন্ধানে তদন্ত চলছে এবং তাদের গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
।

