চড়িলাম, ২৮ ডিসেম্বর : মাদকবিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল মধুপুর থানা। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিলেও একাংশ মাদক পাচারকারী সেই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। দ্রুত বড়লোক হওয়ার লোভে তারা যুবসমাজের হাতে মাদক তুলে দিয়ে সমাজের ভবিষ্যৎকে বিপন্ন করছে। তবে এই অপচেষ্টার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ।
শনিবার গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আইপিএস বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে মধুপুর থানার পুলিশ মধুপুর থানার অন্তর্গত বড়বাড়ি এলাকার হরিশ দেববর্মার বাড়িতে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ১,০০০ লিটারেরও বেশি অবৈধভাবে তৈরি দেশি চুলাই মদ জব্দ করা হয়। পাশাপাশি মিন্টু দেববর্মা নামে এক ব্যক্তিকে ওই বাড়ি থেকে আটক করা হয়।
এসডিপিও জানান, জব্দ করা অবৈধ দেশি মদের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, সমীর সরকার নামে এক যুবক বাড়িটি ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে দেশি চুলাই মদ মজুত করেছিল। মিন্টু দেববর্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উপযুক্ত সময়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মদ মজুত করা হয়েছিল।
একই দিনে মাদক পাচারকারীদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করে বিশালগড়ের এসডিপিও বলেন, এখনই মাদক ব্যবসা থেকে সরে আসা উচিত পাচারকারীদের। পুলিশ এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী দিনে মাদক পাচার ও অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত সকলকে একে একে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। দীর্ঘদিন ধরে মদ ব্যবসায়ীরা ভোরবেলা যানবাহন বোঝাই করে মধুপুর থানার নাকের ডগা দিয়ে আগরতলায় অবৈধ দেশি চুলাই মদ পাচার করে আসছিল—এ কথা নতুন নয়। তবে এখন থেকে পুলিশ আর তা হতে দেবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
2025-12-28

