কৈলাসহর সীমান্তে পণ্য আদান-প্রদান বন্ধের চেষ্টার নেপথ্যে চক্রান্ত, দাবি ব্যবসায়ী সংগঠনের

কৈলাসহর, ২৮ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক আক্রমণের প্রতিবাদে চলা কর্মসূচির সুযোগ নিয়ে হিন্দু ঐক্য মঞ্চের ব্যানারে কিছু উশৃঙ্খল যুবক মনু ল্যান্ড কাস্টমস দিয়ে ভারত–বাংলাদেশের পণ্য আদান-প্রদান জোরপূর্বক বন্ধ করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের দ্রুত তৎপরতা এবং আমদানি-রপ্তানি ব্যবসায়ী সংগঠনের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

ঊনকোটি জেলা আমদানি-রপ্তানি ব্যবসায়ী কমিটির সভাপতি গৌরাচাঁদ অধিকারী জানান, মনু ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। কেবলমাত্র ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে একদিন কাজ বন্ধ ছিল। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নীতি ও আইনের আওতায় পরিচালিত হয়, যা জোরপূর্বক বন্ধ করার কোনো ক্ষমতা ব্যক্তি বা সংগঠনের নেই।

গৌরাচাঁদ অধিকারীর অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে সীমান্ত বাণিজ্য বন্ধের চেষ্টা করা হয়েছে। এর ফলে শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা মারাত্মকভাবে বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে মনু ল্যান্ড কাস্টমসে বিএসএফ, কাস্টমস ও পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বৃদ্ধি ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply