ত্রিপুরায় ৬ মেগাওয়াট ছুঁলো সৌর বিদ্যুৎ, মার্চেই ১০ মেগা ওয়াটের লক্ষ্যমাত্রা, ঘরে ঘরে জ্বলছে স্বনির্ভরতার স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর: রাজ্যের আকাশে আজ সূর্যের আলো আর শুধুই প্রকৃতির দান মাত্র নয়, তা হয়ে ক্রমেই উঠেছে উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার সৌরশক্তি প্রকল্প রাজ্যে এক উল্লেখযোগ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। বিদ্যুৎ উৎপাদন অতিক্রম করেছে ৬ মেগাওয়াটের সীমা, যা ত্রিপুরার নবায়নযোগ্য শক্তি যাত্রায় এক ঐতিহাসিক মুহূর্ত। নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর দৃঢ় আশাবাদ, আগামী মার্চ মাসের মধ্যেই রাজ্যে সৌর বিদ্যুৎ ১০ মেগা ওয়াটের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

এই প্রকল্পে রাজ্যজুড়ে সাড়া মিলেছে অভূতপূর্ব ভাবে। ইতিমধ্যেই ১৭,১৩১ জন বিদ্যুৎ ভোক্তা নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তার মধ্যে ১,৭৬২ জনের বাড়িতে সৌর প্যানেল স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। এই ১,৭৬২টি ছাদ আজ নিছক ইট-সিমেন্টের কাঠামো নয়, তারা হয়ে উঠেছে ছোট ছোট বিদ্যুৎকেন্দ্র। সূর্যের আলো ধরে রেখে সেখান থেকেই প্রতিদিন উৎপন্ন হচ্ছে মোট ৬ মেগাওয়াট বিদ্যুৎ।
একসময় যে সূর্যাস্ত মানেই ছিল অন্ধকার নামার আশঙ্কা, আজ সেই সূর্যই ত্রিপুরার ঘরে ঘরে আলোর নিশ্চয়তা দিচ্ছে। শুধু আলো নয়, দিচ্ছে আয়ের পথও। এই প্রকল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, ভোক্তারা এখন নিজেদের বিদ্যুৎ চাহিদা পূরণ করেই থেমে থাকছেন না। অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ রাজ্য বিদ্যুৎ নিগমের কাছে বিক্রি করে তাঁরা পাচ্ছেন সরাসরি আর্থিক লাভ।

ইতিমধ্যেই ১৮৭ জন ভোক্তা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে মোট ৫৩ হাজার ৫১৪ টাকা আয় করেছেন। এই অর্থ সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সৌরবিদ্যুৎ এখন আর কেবল পরিবেশ বান্ধব উদ্যোগ নয়, তা হয়ে উঠেছে পরিবারের অর্থনীতিতে সহায়ক এক বাস্তব সম্ভাবনা।

গ্রাম থেকে শহর—ত্রিপুরার নানা প্রান্তে ছাদের ওপর ঝিলমিল করা সৌর প্যানেল যেন নতুন এক ভাষায় কথা বলছে। এই ভাষা উন্নয়নের, আত্মনির্ভরতার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ রেখে যাওয়ার। বিদ্যুৎ বিল শূন্যের কোঠায় নামিয়ে আনার পাশাপাশি এই প্রকল্প মানুষকে শিখিয়ে দিচ্ছে কীভাবে প্রাকৃতিক সম্পদের সঙ্গে সহাবস্থান করেই এগিয়ে যেতে হয়।

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার মাধ্যমে ত্রিপুরা আজ প্রমাণ করেছে, উন্নয়নের আলো শুধু বিদ্যুৎ খুঁটির তারে আটকে থাকে না। সেই আলো মানুষের মনে জ্বলে, স্বপ্ন দেখায় এক স্বনির্ভর, সবুজ ও টেকসই ভবিষ্যতের। সূর্যের এই আলোয় রাজ্যের আকাশ যেমন উজ্জ্বল, তেমনি উজ্জ্বল হয়ে উঠছে ত্রিপুরার আগামীর পথ।

Leave a Reply