আজ থেকে কার্যকর ভারতীয় রেলের সংশোধিত যাত্রী ভাড়া কাঠামো

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : আজ থেকে যাত্রী ভাড়ার কাঠামো সংশোধন কার্যকর করল ভারতীয় রেল। যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া বজায় রাখা এবং রেলের পরিচালনাগত স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই ভাড়া যৌক্তিককরণ করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সংশোধিত ভাড়া কাঠামো অনুযায়ী, শহরতলি পরিষেবা ও সিজন টিকিটের ক্ষেত্রে (শহরতলি ও অ-শহরতলি উভয় রুটেই) কোনও ভাড়া পরিবর্তন করা হয়নি। নতুন ভাড়া শুধুমাত্র আজ বা তার পর বুক করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আজকের আগে বুক করা টিকিটে, যাত্রা তারিখ পরে হলেও, অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া হবে না।

অ-এসি সাধারণ ট্রেন পরিষেবায় ধাপে ধাপে ভাড়া সংশোধন করা হয়েছে। সেকেন্ড ক্লাস অর্ডিনারিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে কোনও ভাড়া বৃদ্ধি হয়নি, যাতে স্বল্প দূরত্বের ও দৈনন্দিন যাত্রীদের ওপর প্রভাব না পড়ে।২১৬ কিমি থেকে ৭৫০ কিমি পর্যন্ত ভাড়া বৃদ্ধি ৫ টাকা, ৭৫১ কিমি থেকে ১২৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি ১০ টাকা, ১২৫১ কিমি থেকে ১৭৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি ১৫ টাকা, ১৭৫১ কিমি থেকে ২২৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি ২০ টাকা।

স্লিপার ক্লাস অর্ডিনারি এবং ফার্স্ট ক্লাস অর্ডিনারিতে অ-শহরতলি যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ পয়সা হারে ভাড়া সংশোধন করা হয়েছে, যাতে ধীরে ও সীমিত হারে ভাড়া বৃদ্ধি হয়।

মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি—উভয় শ্রেণিতেই প্রতি কিলোমিটারে ২ পয়সা হারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার, এসি থ্রি-টিয়ার, এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস।

তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, তেজস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবার বেসিক ভাড়াও শ্রেণিভিত্তিক অনুমোদিত হারে সংশোধন করা হয়েছে।

রেল মন্ত্রক স্পষ্ট করেছে যে রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ কিংবা অন্যান্য অতিরিক্ত চার্জে কোনও পরিবর্তন করা হয়নি। এগুলি আগের নিয়ম অনুযায়ীই আদায় করা হবে। পাশাপাশি জিএসটি সংক্রান্ত নিয়মেও কোনও পরিবর্তন নেই এবং ভাড়া আগের মতোই প্রচলিত নিয়ম অনুযায়ী রাউন্ড অফ করা হবে।

Leave a Reply