সাংসদ খেল মহোৎসব হলো দেশের প্রতিটি প্রান্তের ছেলেমেয়েদের খেলাধুলার সঙ্গে যুক্ত করার একটা মঞ্চ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর:
শরীর ও মনের সুস্থতার জন্য খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন। খেলাধুলার সাথে যুক্ত থাকলে মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা চেতনা গড়ে উঠে। মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়।

প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে আরও বেশি করে যুক্ত করা। আজ বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সাংসদ খেল মহোৎসব ২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্যোক্তা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লি থেকে সাংসদ খেল উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন এবং বক্তব্য রাখেন। তা সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী এবং অতিথিগণ প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। মুখ্যমন্ত্রী এবং অতিথিগণ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি রাজ্যের ছেলেমেয়েদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর পরামর্শে সাংসদ খেল মহোৎসবের আয়োজন করা হচ্ছে। সারা দেশের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের মানসিক বিকাশ, দেশাত্মবোধ জাগ্রত করতে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম, পরীক্ষা পে চর্চা, এক পেড় মা কে নাম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংসদ খেল মহোৎসব হলো দেশের প্রতিটি প্রান্তের ছেলেমেয়েদের খেলাধুলার সঙ্গে যুক্ত করার একটা মঞ্চ। এর ফলে গ্রাম পাহাড়ের ছেলেমেয়েরাও ক্রীড়াক্ষেত্রে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। আমাদের দেশের পুরোনো খেলাধুলা যেগুলি নতুন প্রজন্ম প্রায় ভুলেই গিয়েছিল সেগুলি আবার জনপ্রিয় করে তুলতে সাংসদ খেল মহোৎসব উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রত্যেক ছেলেমেয়ের জীবনযাত্রার মানোন্নয়নে ছোট থেকেই খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে সমাজের ভালো কিছু করার মানসিকতা গড়ে উঠে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, বর্তমান সরকার রাজ্যে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে বর্তমানে ৮টি সিন্থেটিক টার্ফ মাঠ তৈরি করা হয়েছে এবং ৪০টি নতুন ঘাসের মাঠ তৈরি করা হয়েছে। ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে তিনি বিস্তারিত উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক মিনারাণী সরকার, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পদ্মশ্রী দীপা কর্মকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা টি. মগ প্রমুখ। পরে মুখ্যমন্ত্রী ফুটবলে কিক দিয়ে ফুটবল সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার সূচনা করেন। তিনি সাংসদ খেল মহোৎসবের পতাকাও উত্তোলন করেন।

—————

Leave a Reply