নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর:
ত্রিপুরায় ৩৫ বছর কমিউনিস্টরা শাসন করেছে। কিন্তু তাদের মধ্যে কখনোই উন্নয়নের মানসিকতা ছিল না। তারা শুধুমাত্র মিছিল-মিটিং নিয়ে চিন্তা করত। তাদের শাসনকালে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ প্রান্তিক ক্লাবে প্রান্তিক উৎসবের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী প্রান্তিক উৎসব। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডঃ প্রদীপ কুমার ভৌমিক, ক্লাবের সভাপতি অরিন্দম চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, সমগ্র বিশ্বের মধ্যে ভারতের সংস্কৃতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কিন্তু তথাকথিত সেকুলার কমিউনিস্টরা এই সংস্কৃতিতে সবচেয়ে বেশি আঘাত করেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে, যার ফলে স্থানীয় মানুষ উপকৃত হয়েছে। আধ্যাত্মিক পর্যটন থেকে সর্বাধিক রোজগার আসতে পারে।
বিপ্লব কুমার দেব প্রস্তাবিত উদয়পুর মাতার বাড়ি থেকে ছবিমুড়া পর্যন্ত রোফওয়ে নির্মাণ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পর্যটকরা মাতার বাড়ি দেখার পর রোফওয়ের মাধ্যমে ছবিমুড়ায় যেতে পারবেন। এতে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে। পুরো প্রকল্প সম্পন্ন করতে প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা প্রয়োজন, যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করের নিকট দাবি জানানো হয়েছে।
সাংসদ আরও বলেন, এই ধরনের দূরদর্শী মানসিকতা কমিউনিস্টদের মধ্যে ছিল না। তারা দীর্ঘদিন শাসন করলেও ত্রিপুরার উন্নয়ন ও মানুষের কল্যাণকে কখনো গুরুত্ব দেয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রান্তিক উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির এবং সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

