মৌলবাদীদের কারণে বাংলাদেশ বিনাশের দিকে যাচ্ছে: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৫ ডিসেম্বর: মৌলবাদীদের কারণে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এরা বাংলাদেশের অস্তিত্ব মিটিয়ে ফেলবে। বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, মৌলবাদী চিন্তাধারায় আক্রান্ত গোষ্ঠীগুলির কর্মকাণ্ড আগামী দিনে বাংলাদেশের অস্তিত্বকেই বিপন্ন করে তুলবে।

উল্লেখ্য, উসমান বিন হাদীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, এমনকি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সাংসদ।

বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশে মৌলবাদী মানসিকতাসম্পন্ন কিছু মানুষের মনুষ্যত্বের বিনাশ হয়েছে। তাদের এই হিংসাত্মক ও বিভাজনমূলক কার্যকলাপ দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের আর্থিক অবস্থার উপরও, যা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে কিছু গোষ্ঠী মনে করছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে। কিন্তু এই ধরনের কার্যকলাপ শেষ পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বকেই বিপন্ন করবে। একই সঙ্গে তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, তারা ভাবছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করে ছাড় পেয়ে যাবে। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply