বিশালগড়, ২৩ ডিসেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার ঠিক পেছনের এলাকায় অবস্থিত একটি কালী মন্দির ও একটি রেশন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল রেশন দোকান থেকে চাল, ডাল সহ বিভিন্ন সামগ্রী এবং কালী মন্দিরের ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন নেতাজিনগর এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, গভীর রাতে চোরের দল রেশন দোকানের জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানে মজুত থাকা চাল, ডাল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। আজ সকালে দোকান খুলতে এসে জানলা ভাঙা ও মালপত্র উধাও দেখতে পান রেশন দোকানের মালিক। এরপরই তিনি বিশালগড় থানায় অভিযোগ জানান।
এদিকে একই রাতে পাশেই অবস্থিত কালী মন্দিরেও চোরের হানা দেওয়ার অভিযোগ উঠেছে। মন্দিরের ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোর। পাশাপাশি মন্দিরের ভেতরের একাধিক সামগ্রী উলটপালট করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
থানার নিকটবর্তী এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রেক্ষিতে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

