বিশালগড়, ২২ ডিসেম্বর : বিশালগড় আনন্দমার্গ স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে কড়ইমুড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ধীমান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগায় জাতীয় স্তরের গোল্ড মেডেলিস্ট রিমা বেগম এবং এরাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের ভাইস চেয়ারম্যান শিবসজল ভৌমিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের সিপাহীজলা ভুক্তির শিক্ষা সচিব অরূপ দাস, বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রাণ গোপাল গোস্বামী, স্কুলের এসএমসি সদস্য শিবাজী ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনা হয় মহান দার্শনিক, শিক্ষাবিদ ও ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। পরবর্তীতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রধান অতিথি দেবপ্রসাদ ভট্টাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় চল্লিশটি ইভেন্টে অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, রিলে, ব্যালান্স রেসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা তাদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দেয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবেশিত পিটি প্রদর্শনী ও পিরামিড ডিসপ্লে দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনার বিকাশ ঘটে বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুশৃঙ্খল ও সুন্দরভাবে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় অভিভাবক ও উপস্থিত দর্শকরা সন্তোষ প্রকাশ করেন।

