আগরতলা, ২২ ডিসেম্বর: সড়ক দুর্ঘটনা এখন আর শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি বড় জাতীয় ক্ষতির কারণ। মানবসম্পদের অপূরণীয় ক্ষতির পাশাপাশি বহু পরিবার সড়ক দুর্ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আজ সচিবালয়ে পথচারীদের স্বার্থে পরিবহণ দপ্তরের উল্লেখযোগ্য প্রকল্প “রাহ-বীর (সুনাগরিক প্রকল্প)”-এর আওতায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে যাঁরা মানবিকতা ও সাহসিকতার পরিচয় দিয়ে জীবন রক্ষা করেছেন, সেই সুনাগরিকদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী দুর্ঘটনায় আহতদের উদ্ধারকারী সুনাগরিকদের হাতে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। তাঁদের এই অনুপ্রেরণামূলক ও মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দুর্ঘটনার সময় দ্রুত সহায়তা পৌঁছালে বহু মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব। রাহ-বীর প্রকল্প সাধারণ মানুষকে দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ আরও জোরদার করবে।
অনুষ্ঠানে পরিবহণ দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

