আগরতলা, ২২ ডিসেম্বর: রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চায়েত স্তরে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ মোহনভুক আরডি ব্লকের অন্তর্গত কলমখেত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সজল চৌমহনীতে একটি সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ, কলমখেত গ্রাম পঞ্চায়েতের প্রধান ঈমান হোসেন, মোহনভুক আরডি ব্লকের চেয়ারম্যান শ্রীনিবাস ভৌমিক, ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস, ভিএসসি চেয়ারম্যান বাসুল্য নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবক দীপঙ্কর দাস, দুলাল মিয়া, মুসলেম মিয়া, বুথ প্রেসিডেন্ট ইউসুফ নবী সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে যুবকদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে আর্থিক সহায়তার চেক, ডাস্টবিন, সিনটেক্স ট্যাঙ্কসহ আরও নানা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এই সমস্ত সামগ্রী সাধারণ মানুষের কল্যাণে প্রদান করা হচ্ছে এবং এগুলির সুফল আগামী দিনে আরও ব্যাপকভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সুবিধাভোগী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, কলমখেত গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগগুলি আগামী দিনে মানুষের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

