আগরতলা আশ্রম চৌমুহনিতে কংক্রিট ট্রাক মিক্সারের সঙ্গে অটোর সংঘর্ষ, আহত শিশু ও মহিলা

আগরতলা, ২২ ডিসেম্বর: আগরতলার আশ্রম চৌমুহনিতে একটি কংক্রিট ট্রাক মিক্সারের সঙ্গে অটোর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোতে থাকা এক শিশু ও এক মহিলা আহত হয়েছেন। ঘটনার পর ট্রাক মিক্সারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শী ও অটোচালকের বক্তব্য অনুযায়ী, ট্রাকটি কোনও রকম ব্রেক না কষেই সামনের দিক থেকে এসে অটোটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোর একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে অটোতে থাকা শিশুর বুকে এবং মহিলার পায়ে আঘাত লাগে। অটোর চালকও অল্প বিস্তর আঘাত পেয়েছে।

Leave a Reply