আগরতলা, ২১ ডিসেম্বর : ত্রিপুরা চর্ম শিল্পী সমিতির ১১তম রাজ্য সম্মেলন রবিবার আগরতলার ভানু স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি সরকারের জমানায় রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে। “কাজ নেই, খাদ্য নেই—এই পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়ছে,” মন্তব্য করেন তিনি।
চর্ম শিল্পীদের উদ্দেশে মানিক সরকার বলেন, পুরনো জুতা সেলাইয়ের কাজ বন্ধ করে নতুন করে জুতো তৈরির উদ্যোগ নিতে হবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং কর্মসংস্থান বাড়াতে সরকারের কাছে উপযুক্ত পরিকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য দাবি জানানোর আহ্বান জানান তিনি।
সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চর্ম শিল্পী ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা চর্ম শিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

