বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ সনাতন হিন্দু সেনার

আগরতলা, ২০ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে আজ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সনাতন হিন্দু সেনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়া পাড়া এলাকায় দীপু চন্দ্র দাস নামে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সনাতন হিন্দু সেনা। তাঁদের দাবি,
প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

Leave a Reply