পোল্ট্রি হ্যাচারি স্থানান্তরের প্রতিবাদে সাবরুম–আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ, তীব্র যানজট

আগরতলা, ১৯ ডিসেম্বর:
পোল্ট্রি হ্যাচারি জালেফা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সাবরুম–আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে এখনো পর্যন্ত অবরোধকারীরা রাস্তা ছাড়েননি।

এর ফলে জাতীয় সড়কের দু’দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অফিস সময় হওয়ায় স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও অফিসগামী কর্মচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বহু যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ আধিকারিকরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Leave a Reply