ইউ-১৯ এশিয়া কাপ সেমিফাইনালে ভারত মুখোমুখি শ্রীলঙ্কার, দুবাইয়ে আজ ম্যাচ

দুবাই, ১৯ ডিসেম্বর: আজ দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে ২০২৫ সালের ইউ-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে সকাল ১০:৩০ টায়।

অয়ুশ মত্রের নেতৃত্বে ভারতীয় দল গ্রুপ পর্বে দাপটের সঙ্গে জয়ী হয়েছে, তাই সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত শক্তিশালী প্রিয়শই।

গ্রুপ পর্বে ভারত ইতিমধ্যেই ইউএই, পাকিস্তান এবং মালয়েশিয়াকে পেছনে ফেলে অগ্রগতি করেছে। সব নজর থাকবে ভৈভব সূর্যবংশী উপর, যিনি এক শতক ও এক অর্ধশতক দিয়ে টুর্নামেন্টে তাণ্ডব চালাচ্ছেন।

Leave a Reply