সোনামুড়া, ১৭ ডিসেম্বর: সোনামুড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হল সোনামুড়া বড়নারায়ণ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্তনু দেবনাথ ও জিয়াউর রহমান।
জানা গেছে, ধনপুর বিধানসভার অন্তর্গত বড়নারায়ণ এলাকার তাইজ্জামুড়া (বাগানবাড়ি) অঞ্চলে বুধবার দুপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই ছাত্র। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে -এ নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাদের -এ পাঠানো হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে আহত দুই ছাত্রকে রেফার করা হয় -এ। তবে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান এবং পরিস্থিতির খোঁজ নেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

