ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে থানায় গিয়ে আক্রান্ত প্রসেনজিতের ছোট বোন, ধর্মনগর থানায় গণ–আন্দোলনে চরম উত্তেজনা

আগরতলা, ১৭ ডিসেম্বর: ধর্মনগরে ডেলিভারি কর্মী প্রসেনজিত সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে থানায় গিয়ে আক্রান্ত হয়েছেন মৃতের ছোট বোন—এমনই অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ধর্মনগর থানায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের আড়াল করছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে গাফিলতি করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসেনজিত সরকারের মৃত্যুর ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন সন্ধ্যায় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এই সময় আন্দোলনকারীদের উপর পুলিশের পক্ষ থেকে বলপ্রয়োগ করা হয়। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের দ্বারা একাধিক আন্দোলনকারী আহত হন।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে মৃত প্রসেনজিত সরকারের ছোট বোনকে ঘিরে। আন্দোলনকারীদের বক্তব্য, ভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে থানায় কথা বলতে গেলে তাকেও পুলিশি হেনস্থার শিকার হতে হয়। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, একজন শোকাহত পরিবারের সদস্যের সঙ্গে এমন আচরণ সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, ঘটনার শুরু থেকেই পুলিশ প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অনীহা দেখাচ্ছে। অভিযুক্তদের রক্ষা করতেই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘ সময় ধরে থানা চত্বরে উত্তেজনা বজায় থাকে। ঘটনার পর গোটা ধর্মনগর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের একটাই দাবি—প্রসেনজিত সরকারের মৃত্যুর ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply