জার্মানির বিএমডব্লিউ কারখানা পরিদর্শনে রাহুল গান্ধী, ভারতের উৎপাদন খাত জোরদারের বার্তা

বার্লিন, ১৭ ডিসেম্বর: জার্মানি সফরে গিয়ে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লিউ-র একটি কারখানা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখান থেকেই তিনি ভারতের উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাত শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, দেশের অর্থনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি হল উৎপাদন বৃদ্ধি।

পাঁচ দিনের জার্মানি সফরের অংশ হিসেবে বুধবার বিএমডব্লিউ কারখানায় যান প্রাক্তন কংগ্রেস সভাপতি। কারখানা ঘুরে দেখার পর তিনি বলেন, “বিএমডব্লিউ কারখানা ঘোরা একটি দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে এখানে ৪৫০ সিসি টিভিএস বাইক দেখে খুব ভালো লেগেছে। ভারতীয় পণ্য এখানে জায়গা করে নিচ্ছে, এটা দেখে গর্ব হয়। এখানে ভারতীয় পতাকা উড়ছে—এটা সত্যিই আনন্দের।”

রাহুল গান্ধী আরও বলেন, “ভারতের এখন উৎপাদন শুরু করা জরুরি। যে কোনও দেশের সাফল্যের চাবিকাঠি হল প্রোডাকশন। দুর্ভাগ্যজনকভাবে, ভারতে উৎপাদন খাত ক্রমশ দুর্বল হচ্ছে, অথচ এর বৃদ্ধি হওয়া উচিত ছিল।”

বিএমডব্লিউ ওয়ার্ল্ডে তাঁর সফরের একটি ভিডিও কংগ্রেস দলের তরফে এক্স-এ শেয়ার করা হয়েছে। ভিডিওতে তাঁকে শোরুমে ঘুরে বাইক ও গাড়ি দেখতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। কংগ্রেসের তরফে লেখা হয়েছে, “শক্তিশালী অর্থনীতির মেরুদণ্ড হল ম্যানুফ্যাকচারিং। ভারতে এই খাত দুর্বল হচ্ছে। দ্রুত উন্নতির জন্য আমাদের আরও বেশি উৎপাদন করতে হবে, শক্তিশালী উৎপাদন ইকোসিস্টেম গড়ে তুলতে হবে এবং বড় আকারে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।”

বার্লিন বিমানবন্দরে পৌঁছলে রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস-এর সদস্যরা। সফরকালে তিনি বার্লিনে আয়োজিত একটি বড় আইওসি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে ইউরোপজুড়ে থাকা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতিরা উপস্থিত থাকবেন।

আইওসি এক বিবৃতিতে জানিয়েছে, “বার্লিনে রাহুল গান্ধীজিকে স্বাগত জানাতে আমরা গর্বিত। এই অনুষ্ঠানের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করা, এনআরআইদের সমস্যা এবং কংগ্রেসের সঙ্গে আরও বেশি মানুষকে যুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।”

উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাহুল গান্ধীর এই বিদেশ সফর নিয়ে বিজেপির তরফে সমালোচনা করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তাঁর বোন ও লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও তাঁর কাজের অর্ধেক সময় বিদেশে কাটান। তাহলে বিরোধী দলনেতার সফর নিয়ে প্রশ্ন তোলা কেন?”
______

Leave a Reply