শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক, আদালতে ‘চোর চোর’ স্লোগান

কলকাতা, ১৪ ডিসেম্বর : কলকাতায় মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের বিচারক। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া শতদ্রুকে রবিবার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শতদ্রুর বিরুদ্ধে অশান্তি সৃষ্টি, ভাঙচুর, হিংসা ছড়ানো, নাশকতামূলক কার্যকলাপ এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৯২, ৩২৪(৪)(৫), ৩২৬(৫), ১৩২, ১২১(২), ৪৫ ও ৪৬ ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলমান।

রবিবার আদালতে আইনজীবীর মাধ্যমে শতদ্রু দত্ত দাবি করেন, ‘‘আমি কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করিনি। মাঠে যা ঘটেছে, তার দায় আমার নয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে, কিন্তু কে দোষী? আমার অতীতে যা খ্যাতি ছিল, তা নষ্ট হয়েছে।’’

শতদ্রুর জামিনের আবেদনে সরকারি আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন, ‘‘মেসির সামনে কে যাবেন, কে যাবেন না—এই দায়িত্ব আয়োজকেরই।’’ এর পরেই আদালত জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারির পর বিমানবন্দর থেকে আদালতে নিয়ে আসার সময় শতদ্রুর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। শনিবার রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

এই ঘটনায় কলকাতার মেসি ইভেন্ট ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিশেষ করে, মেসির সফরকালে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, এবং ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

Leave a Reply