নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : পিএম-কিষান প্রকল্প শুরুর পর থেকে ২১ দফায় কেন্দ্র সরকার চার লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই তথ্য জানান।
মন্ত্রী জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যাচাই করা তথ্যের ভিত্তিতে পিএম-কিষান পোর্টালের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসেবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতিতে এই অর্থ পাঠানো হয়। স্কিমের আওতায় কোনও শারীরিক বা আর্থিক লক্ষ্য নির্ধারিত নেই বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, কেন্দ্র আজ জানিয়েছে যে দেশে চলতি বছরে মোট খাদ্যশস্য উৎপাদন ৩৫৭ মিলিয়ন টন ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৭.৬৫ শতাংশ বেশি।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে শিবরাজ সিং চৌহান জানান, কৃষকদের কঠোর পরিশ্রম এবং কেন্দ্রের নীতিগত সহায়তার ফলেই ২০২৪-২৫ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ খাদ্যশস্য উৎপাদন সম্ভব হয়েছে। তিনি বলেন, ২০১৪-১৫ সালের তুলনায় খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪২ শতাংশ বেড়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির বিষয়ে তিনি জানান, এ বছর মহারাষ্ট্র, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি মূল্যায়ন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, দুর্গত এলাকা দ্রুত সহায়তা পেতে পারে—সেই উদ্দেশ্যে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল (এসডিআরএফ)-এর আওতায় অগ্রিম অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে এসডিআরএফের জন্য এক লক্ষ ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি আরও তুলে ধরেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসডিআরএফ-এর মোট বাজেট ছিল মাত্র ৩৮ হাজার কোটি টাকা, যা বর্তমান সরকার বাড়িয়ে এক লক্ষ ২৪ হাজার কোটি টাকায় উন্নীত করেছে।
____

