নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে ধর্মীয় পর্যটন বৃদ্ধি করতে কোনো প্রস্তাব জমা দেয়নি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তটীয় সার্কিট প্রকল্পের অধীনে ৬৮ কোটি টাকা এবং ‘প্রসাদ’ প্রকল্পের আওতায় বেলুর মঠের উন্নয়নের জন্য ৩১ কোটি টাকা বরাদ্দ করেছে। এর পরেও, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধর্মীয় পর্যটন উন্নয়ন প্রকল্পে যেমন ‘স্বদেশ দর্শন’ এবং ‘প্রসাদ’ প্রকল্পে অংশগ্রহণ করছে না।
লোকসভার অতিরিক্ত প্রশ্নোত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শিখাওয়াত বলেন, এটি রাজ্য সরকারের দায়িত্ব, কারণ এটি রাজ্যের বিষয়। গঙ্গাসাগরকে জাতীয় তীর্থযাত্রা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, ভারতীয় পুরাণ এবং সংস্কৃতিতে গঙ্গাসাগরের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, তবে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির দায়িত্ব রাজ্য সরকারের। রিপোর্ট জমা হলে, কেন্দ্র সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পর্যটন মন্ত্রকের ‘স্বদেশ দর্শন’ প্রকল্পের উদ্দেশ্য হলো গ্রামীণ, হিমালয়ী, তটীয়, বৌদ্ধের মতো থিম্যাটিক পর্যটন সার্কিটের উন্নয়ন, যার মাধ্যমে পর্যটন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ হবে। ‘প্রসাদ’ প্রকল্পটি ২০১৪-১৫ সালে শুরু হয় এবং এর লক্ষ্য হল সারা দেশে তীর্থস্থলগুলোর উন্নয়ন।

