আগরতলা, ৭ ডিসেম্বর: সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো এটিপিএ’র তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে সরব হল এটিপিএ। রবিবার সতীসরণ বিদ্যানিকেতনে এটিপি এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ পেনশন প্রথা পরিবর্তনের দাবি জানান।
তারা বলেন, ২০১৮ সালের পরে যারা চাকরিতে যুক্ত হয়েছেন তাদেরকে পুরনো পেনশন স্কীমে পেনশন দেওয়া হবে না। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নতুনভাবে চাকরিতে যুক্ত হওয়া কর্মচারীরা। সে কারণেই তারা পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা দাবি জানিয়েছেন।
এদিন তারা মোট ১২ দফা দাবি সম্মেলনে তুলে ধরেন। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, অবিলম্বে ২২ শতাংশ মহার্ঘ্য রিলিফ প্রদান, পুরাতন পেনশন পদ্ধতি চালু, মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম ১০০০ টাকা করা সহ মোট ১২ দফা দাবি নিয়ে রবিবার সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো এটিপিএ’র তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন।

