আগরতলা, ৫ ডিসেম্বর: দেশজুড়ে ইন্ডিগোর ৫০০-রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। হঠাৎ একের পর এক বিমান বাতিল হওয়ায় অসংখ্য যাত্রী আটকে পড়েছেন বিমানবন্দরেই। নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন তারা। এর ব্যতিক্রম নয় ত্রিপুরাও। রাজধানীর এমবিবি বিমানবন্দরে একই পরিস্থিতি অব্যাহত রয়েছে।
আগরতলা–কলকাতা রুটের বেশ কয়েকটি ফ্লাইট শনিবার বাতিল হয়ে যায়। ফলে নাজেহাল অবস্থার মুখে পড়েন যাত্রীরা। জনৈক এক যাত্রী জানান, তাঁর মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতায়। বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের বিমানে ওঠার কথা ছিল তাঁদের। অনলাইনে ফ্লাইট ‘অন টাইম’ দেখালেও বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন, বিমানটি বাতিল করা হয়েছে। পরবর্তী কোনও ফ্লাইটে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে কিনা, সেবিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ যাত্রীদের। এতে তীব্র হয়রানির শিকার হতে হচ্ছে বহু মানুষকে।
শুধু রাজ্য নয়, বহির্বাংলার বিভিন্ন বিমানবন্দরের চিত্রও একই। পরপর দু’দিন ধরে ইন্ডিগোর বিপুল ফ্লাইট বাতিলের ঘটনায় দেশের বহু বিমানবন্দর অচলাবস্থার মুখে পড়েছে।
এদিকে বিষয়টি আজ সংসদেও আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই সংকটের জন্য সরাসরি দায়ী কেন্দ্রীয় সরকারই। বিমান চলাচল ব্যবস্থাপনায় ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগও তুলেছেন তারা।

