বিশালগড়-গোলাঘাটি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের

চড়িলাম, ৫ ডিসেম্বর: রাজ্যে পথদুর্ঘটনার পরিসংখ্যান যেন আর থামছেই না। শুক্রবার সন্ধ্যা ছয়টার কিছু আগে বিশালগড়–গোলাঘাটি সড়কে আবারও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশ বছর বয়সী যুবক সুব্রত বীর। তিনি টাকারজলা থানাধীন এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ড্রজার চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিপাহীজলা স্কুলের সামনে রক্তাক্ত অবস্থায় সুব্রতকে রাস্তায় পড়ে থাকতে দেখে তারা দ্রুত খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সুব্রত বীরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই গোলাঘাটি জগন্নাথ পাড়ায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবরা হাসপাতালে ভিড় করেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন।

তবে ঘটনার একটি বড় রহস্য এখনো কাটেনি—এটি কি সড়ক দুর্ঘটনা, নাকি খুন? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে ময়নাতদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

এদিকে ঘটনাস্থল বিশালগড় থানার অন্তর্ভুক্ত হলেও নিহতের বাড়ি টাকারজলা এলাকায় হওয়ায় বিশালগড় থানার পুলিশ টাকারজলা থানার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিপাহীজলা জেলায় দুর্ঘটনার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। প্রশাসনের নজরদারির ঘাটতিকে দায়ী করছেন অনেকে।

সুব্রত বীরের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ময়নাতদন্তের রিপোর্টই জানাবে—এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলার ফল।

Leave a Reply