বিশ্রামগঞ্জে বিজেপির বিজয় সমাবেশে প্রদ্যুৎকে আক্রমণ রেবতীর, ৫২ পরিবার বিজেপিতে যোগ

আগরতলা, ৪ ডিসেম্বর:
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় উপলক্ষে আজ বিশ্রামগঞ্জ বাজারে আয়োজিত হয় বিজয় সমাবেশ। সমাবেশে তিপরা মথা নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণে সরব হলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। একই সঙ্গে তিনি সংবিধান, গ্রেটার তিপরাল্যান্ড, এডিসিতে পেনশন বঞ্চনা এবং আর্থিক অনিয়মসহ নানা বিষয় তুলে প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে একহাত নেন।

বিজয় সমাবেশকে ঘিরে বাজারজুড়ে ছিল বর্ণাঢ্য মিছিল, যা বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জমায়েতে পরিণত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ।

সমাবেশে রেবতী ত্রিপুরা অভিযোগ করেন, “সংবিধানের কথা বলেন প্রদ্যুৎ বাবু, কিন্তু বাস্তবে সংবিধানকে সম্মান করেন না তিনি। মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।” একই সঙ্গে তিনি গ্রেটার তিপরাল্যান্ড ইস্যুকে “অবাস্তব স্বপ্ন দেখানোর রাজনীতি” বলে মন্তব্য করেন। এডিসিতে পেনশন বঞ্চনা এবং অর্থব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

এদিনের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৫২ পরিবারের মোট ২০১ জন ভোটার বিজেপিতে যোগ দেন। রেবতী ত্রিপুরা বলেন, “সারা দেশেই বিজেপির বিজয় অব্যাহত। বিহারের জয় দেশের বাকি অংশের মতো ত্রিপুরাতেও উন্নয়নের বার্তা বহন করে এনেছে। এই বার্তাকে সামনে রেখে আমাদের আরও এগিয়ে যেতে হবে।” সমাবেশ শেষে নতুন যোগদানকারীদের দলীয় পতাকা তুলে স্বাগত জানানো হয়।

Leave a Reply