তেলিয়ামুড়ায় মহিলার কাছ থেকে সাত লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার

আগরতলা, ৪ ডিসেম্বর: তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল খয়েরপুরের এক মহিলা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক সাত লক্ষ টাকার ব্রাউন সুগার। বৃহস্পতিবার এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেলস্টেশন চত্বরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ওই মহিলাকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। পরবর্তীতে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। মাদক পাচারের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন থানার ওসি।

Leave a Reply